ট্রাম্পের বিশ্বাস তিনিই জিতেছেন, আশায় বেঁধেছেন বুক
৮ নভেম্বর ২০২০ ১০:৫৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১২:৫৮
ঢাকা: মার্কিন নির্বাচন কেমন হলো? উত্তর এমনটি হতে পারে এই নির্বাচন নিয়ে কোনো রাখঢাক ছিল না, কোনো লুকোচুরিও যে নেই তা বিশ্ব গণমাধ্যমের কারণে জানতে পেরেছে গোটা দুনিয়া। নির্বাচনের ফলাফলে সর্বশেষ অবস্থা এই দাঁড়িয়েছে যে, ৭৭ বছর বয়সী জো বাইডেনই বসতে যাচ্ছেন হোয়াইট হাউজের মসনদে। সামনে বাকি কেবল আনুষ্ঠানিকতা, দায়িত্বগ্রহণ। শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোটপ্রাপ্তির রেকর্ডও এখন বাইডেনের ঝুলিতে।
ভোটের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে রেখে ২৯০ ইলেক্টোরাল ভোটে হোয়াইট হাউস নিজের করে নেন দুইবারের ভাইস প্রেসিডেন্ট এ প্রবীণ রাজনীতিবিদ। তার বিপরীতে ‘শক্তপোক্ত’ প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।
এতকিছুর পরও দ্বিতীয়বার জয়ের ব্যাপারে আশাবাদী আগের মেয়াদে প্রেসিডেন্ট থাকা ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস ভোটে তিনিই জিতেছেন। তার সঙ্গে কারচুপি করে তাকে পরাজিত করা হয়েছে। ট্রাম্প আশাবাদী আদালতে গেলে তিনি ন্যায় সমাধান পাবেন। তাই ফের জয়ী দেখার বাসনায় আশা ভরা বুকে সোমবার উচ্চ আদালতের শরণাপন্ন হতে যাচ্ছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জো বাইডেনকে পেনসিলভ্যানিয়া ও নেভাদাতে বিজয়ী ঘোষণা করে মার্কিন বার্তা সংস্থা এপি ও দেশটির আরেক প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজ। তাতে তাদের হিসাবে বাইডেন পেয়ে যান ২৯০টি ইলেকটোরাল কলেজ। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস অবশ্য এখনো অ্যারিজোনা ও নেভাদাতে বাইডেনকে চূড়ান্তভাবে বিজয়ী বলতে রাজি না। তাদের হিসাবে বাইডেনের ইলেকটোরাল কলেজের সংখ্যা ২৭৩। যে গণমাধ্যমের হিসাবই বিবেচনায় নেওয়া হোক না কেন, ২৭০ ইলেকটোরাল কলেজের ‘ম্যাজিক্যাল ফিগার’ নিশ্চিতভাবেই পেরিয়ে গেছেন বাইডেন। অর্থাৎ তিনিই যে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন, তা নিয়ে সন্দেহ থাকছে না।
আর সবার সন্দেহ না থাকলেও এখনো এই ফলকে প্রশ্নাতীতভাবে মেনে নিতে রাজি নন ট্রাম্প। এর আগেই বেশকিছু রাজ্যে নির্বাচন ও ভোটগণনায় কারচুপির অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। বাইডেনকে জয়ী ঘোষণার পর এক বিবৃতিতেও তিনি প্রায় একই কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরও খবর-
- সঙ্গীদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প!
- বাইডেনের বাড়ির উপর উড়তে মানা
- সিনেটে রিপাবলিকান, হাউজে ডেমোক্রেট আধিপত্য থাকছে
- এপি’র নামে ছড়ানো হয়েছিল মার্কিন নির্বাচনের ভুয়া আপডেট
- জর্জিয়ার পর পেনসিলভ্যানিয়াতেও এগিয়ে, জয় দেখছেন বাইডেন
- সীমান্তে ব্যালট-চিঠিসহ যুক্তরাষ্ট্রের পোস্ট অফিসের কর্মচারী গ্রেফতার
শনিবার দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা সবাই জানি— জো বাইডেনকে তাড়াহুড়ো করে ভুয়াভাবে জয়ী দেখানো হচ্ছে। তার সহায়ক গণমাধ্যমগুলো কেন তাকে সহায়তা করতে এত মরিয়া: তারা চায় না সত্যটা বেরিয়ে আসুক।’
নির্বাচনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি— ‘সত্য’ বলতে সেদিকে ইঙ্গিত করছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেন, ‘সহজ কথা হলো— নির্বাচন এখনো শেষ হয়ে যাওয়া অনেক দূরের কথা। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের কথা বাদই দিলাম, জো বাইডেনকে এখনো কোনো রাজ্যেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে বাধ্যতামূলকভাবে পুনরায় ভোটগণনা করতে হবে, অথবা অনেক রাজ্যে আমাদের প্রচারণা শিবির থেকে বৈধ আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ায় চূড়ান্ত বিজয়ী বেরিয়ে আসবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইন চ্যালেঞ্জ শুরু করবেন।
ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছেন। এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত পিতার নামেও ভোট দেওয়া হয়েছে।
জুলিয়ানির কথায়, আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা কারচুপি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।