নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন কমলা হ্যারিস
৮ নভেম্বর ২০২০ ০৯:১৭
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। তিনিই দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন।
কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন।
গত মঙ্গলবার ভোট গ্রহণের পর ভোট গণনা নিয়ে নানা জটিলতা পেরিয়ে শনিবার বাইডেন নির্বাচিত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ২০০ বছরের বেশি সময়ে ইতিহাসে প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বলে জানায় সিএনএন।
অকল্যান্ডে জন্ম নেওয়া কমলা হ্যারিসের বাবা কৃষ্ণাঙ্গ জ্যামাইকান ডোনাল্ড ও তার মা ভারতীয় মিনা। কমলা ক্যালিফোর্নিয়ায় সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৫৫ বছর বয়সী কমলা হ্যারিস নিজেও এবার ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদ প্রত্যাশী ছিলেন। ডেমোক্রেট দলের বিতর্কে তিনি জো বাইডেনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে গত ডিসেম্বরে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
কমলা ডেমোক্রেট দলের উদারপন্থী ধারার অন্যতম শীর্ষ নেতা হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনে পুলিশের সংস্কারের দাবিতে তিনি নিয়মিত বক্তৃতা- বিবৃতি দিচ্ছেন।
তুখোড় বিতার্কিক কমলা হ্যারিস নারী অধিকারের পক্ষে, বর্ণবাদ বিরোধী রাজনৈতিক অবস্থান ইত্যাদি কারণে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
কমলার জন্ম ২০ অক্টোবর ১৯৬৪ সালে।