Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফল ‘ভিত্তিহীন’, আদালতে যাবেন ট্রাম্প


৮ নভেম্বর ২০২০ ০২:২৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ০২:৩৯

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে মার্কিন গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। তবে এই ঘোষণাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষিত ফলকে ভিত্তিহীন অভিহিত করেছেন তিনি। বলছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জো বাইডেনকে পেনসিলভ্যানিয়া ও নেভাদাতে বিজয়ী ঘোষণা করে মার্কিন বার্তা সংস্থা এপি ও দেশটির আরেক প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজ। তাতে তাদের হিসাবে বাইডেন পেয়ে যান ২৯০টি ইলেকটোরাল কলেজ। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস অবশ্য এখনো অ্যারিজোনা ও নেভাদাতে বাইডেনকে চূড়ান্তভাবে বিজয়ী বলতে রাজি না। তাদের হিসাবে বাইডেনের ইলেকটোরাল কলেজের সংখ্যা ২৭৩। যে গণমাধ্যমের হিসাবই বিবেচনায় নেওয়া হোক না কেন, ২৭০ ইলেকটোরাল কলেজের ‘ম্যাজিক্যাল ফিগার’ নিশ্চিতভাবেই পেরিয়ে গেছেন বাইডেন। অর্থাৎ তিনিই যে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন, তা নিয়ে সন্দেহ থাকছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

আর সবার সন্দেহ না থাকলেও এখনো এই ফলকে প্রশ্নাতীতভাবে মেনে নিতে রাজি নন ট্রাম্প। এর আগেই বেশকিছু রাজ্যে নির্বাচন ও ভোটগণনায় কারচুপির অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। বাইডেনকে জয়ী ঘোষণার পর এক বিবৃতিতেও তিনি প্রায় একই কথা বলেছেন।

শনিবার দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমরা সবাই জানি— জো বাইডেনকে তাড়াহুড়ো করে ভুয়াভাবে জয়ী দেখানো হচ্ছে। তার সহায়ক গণমাধ্যমগুলো কেন তাকে সহায়তা করতে এত মরিয়া: তারা চায় না সত্যটা বেরিয়ে আসুক।’

বিজ্ঞাপন

নির্বাচনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি— ‘সত্য’ বলতে সেদিকে ইঙ্গিত করছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেন, ‘সহজ কথা হলো— নির্বাচন এখনো শেষ হয়ে যাওয়া অনেক দূরের কথা। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের কথা বাদই দিলাম, জো বাইডেনকে এখনো কোনো রাজ্যেই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে বাধ্যতামূলকভাবে ‍পুনরায় ভোটগণনা করতে হবে, অথবা অনেক রাজ্যে আমাদের প্রচারণা শিবির থেকে বৈধ আইনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ায় চূড়ান্ত বিজয়ী বেরিয়ে আসবে।’

পেনসিলভ্যানিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এখানে আমাদের পর্যবেক্ষকরা ভোটগণনার প্রক্রিয়া অর্থপূর্ণভাবে দেখার সুযোগ পাননি। আর প্রেসিডেন্ট কে হবেন, সে সিদ্ধান্ত হবে বৈধ ভোটের ভিত্তিতে, গণমাধ্যমের ঘোষণায় নয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরও খবর-

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

সোমবার তার নির্বাচনি টিম আইনি লড়াই শুরু করবে জানিয়ে ট্রাম্প বিবৃতিতে বলেন, সোমবার থেকে শুরু করে আমাদের প্রচারণা শিবির আদালতে লড়তে শুরু করবে এটা নিশ্চিত করতে যে নির্বাচনি আইন সম্পূর্ণভাবে মানা হয়েছে এবং উপযুক্ত বিজয়ীই ক্ষমতায় বসছেন। আমেরিকান নাগরিকদের একটি সৎ নির্বাচন উপহার দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ প্রতিটি বৈধ ভোট গণনা করতে হবে এবং কোনো অবৈধ ভোট গণনা করা যাবে না। একমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচনের প্রতি জনগণের আস্থা নিশ্চিত করা সম্ভব।

ট্রাম্প বলেন, এটা দুর্ভাগ্যজনক যে বাইডেনের প্রচারণা শিবির এই মৌলিক বিষয়টির সঙ্গেই একমত হচ্ছে না। তারা জাল ও বানোয়াট ভোট এবং ভোটদানে অযোগ্য বা মৃত ব্যক্তির ভোট হলেও সেগুলো গণনা করতে চায়।

বিবৃতিতে ট্রাম্প বলেন, বাইডেন কী লুকাচ্ছেন? মার্কিন জনগোষ্ঠীর যে সৎ একটি নির্বাচন পাওয়ার কথা এবং গণতন্ত্র যেটি প্রত্যাশা করে, সেটি নিশ্চিত করার আগ পর্যন্ত আমি থামছি না।

মার্কিন গণমাধ্যমগুলোতে অবশ্য বিশ্লেষকরা বলছেন, তথ্য-প্রমাণ ছাড়াই বিভিন্ন প্রশ্ন তোলার মাধ্যমে ট্রাম্প নিজেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে চলেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা থাকলে ট্রাম্প নিজেই পরাজয় স্বীকার করে নিতেন।

জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর