সবার প্রেসিডেন্ট হবেন— অঙ্গীকার বাইডেনের
৮ নভেম্বর ২০২০ ০১:৫১ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১০:৫৭
দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। তবে এমন সুখবর পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই বাইডেন জানিয়েছেন— কেবল ডেমোক্রেট নয়, দলমত নির্বিশেষে সবার প্রেসিডেন্ট হবেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জো বাইডেনকে পেনসিলভ্যানিয়া ও নেভাদাতে বিজয়ী ঘোষণা করে মার্কিন বার্তা সংস্থা এপি ও দেশটির আরেক প্রভাবশালী গণমাধ্যম ফক্স নিউজ। তাতে করে তাদের হিসাবে বাইডেন পেয়ে যান ২৯০টি ইলেকটোরাল কলেজ। বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস অবশ্য এখনো অ্যারিজোনা ও নেভাদাতে বাইডেনকে চূড়ান্তভাবে বিজয়ী বলতে রাজি না। তাদের হিসাবে বাইডেনের ইলেকটোরাল কলেজের সংখ্যা ২৭৩।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন
বর্তমান পরিস্থিতিতে যে গণমাধ্যমের হিসাবই বিবেচনায় নেওয়া হোক না কেন, ২৭০ ইলেকটোরাল কলেজের ‘ম্যাজিক্যাল ফিগার’ নিশ্চিতভাবেই পেরিয়ে গেছেন বাইডেন। অর্থাৎ তিনিই যে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন, তা নিয়ে সন্দেহ থাকছে না।
নির্বাচনে জয় পাওয়ার সংবাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাইডেন টুইট করে দলমত নির্বিশেষে সব মার্কিনির প্রেসিডেন্ট হওয়ার প্রত্যয় জানিয়েছেন। বলেছেন, ‘আমেরিকা, আমাকে মহান এই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়ায় আমি সম্মানিত। আমাদের সামনের যেসব কাজ রয়েছে, সেগুলো কঠিন হবে। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি— আপনি আমাকে ভোট দিয়েই থাকেন না দিয়েই থাকেন, আমি আপনাদের সব আমেরিকান নাগরিকের প্রেসিডেন্ট হবো।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরও খবর-
- সঙ্গীদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প!
- বাইডেনের বাড়ির উপর উড়তে মানা
- সিনেটে রিপাবলিকান, হাউজে ডেমোক্রেট আধিপত্য থাকছে
- এপি’র নামে ছড়ানো হয়েছিল মার্কিন নির্বাচনের ভুয়া আপডেট
- জর্জিয়ার পর পেনসিলভ্যানিয়াতেও এগিয়ে, জয় দেখছেন বাইডেন
- সীমান্তে ব্যালট-চিঠিসহ যুক্তরাষ্ট্রের পোস্ট অফিসের কর্মচারী গ্রেফতার
ভোট দিয়ে নির্বাচিত করায় মার্কিনিদের আস্থার প্রতিদান দেওয়ার প্রত্যয় জানিয়ে বাইডেন টুইটে লিখেছেন, ‘আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দেবো।’
নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। তিনি নারী, কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় তথা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
জয়ের সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ট্যাগ করে টুইটে কমলা লিখেছেন, ‘আমরা পেরেছি, @জো বাইডেন।’
টুইটের সঙ্গে দেওয়া আট সেকেন্ডের একটি ভিডিও-ও সংযুক্ত করেছেন কমলা। ভিডিওতে মোবাইল ফোনে জো বাইডেনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। হাস্যোজ্জ্বল কমলা বাইডেনকে বলছেন, ‘আমরা পেরেছি। জো (বাইডেন), আমরা পেরেছি। তুমিই হতে যাচ্ছ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।’
এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনায় সময় বেশি লেগেছে মেইল ইন ব্যালট বা ডাকযোগে পাঠানো আগাম ভোটের কারণে। দেশটিতে এ বছর প্রায় ১০ কোটি মেইল ইন ব্যালট পড়েছে। অনেক রাজ্যেই আইনি বাধ্যবাধকতার কারণে ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষ করার আগে আগাম ভোট গণনা শুরু করা যায়নি। ফলে বেশিরভাগ রাজ্যেই ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত ফল জানা গেলেও বেশকিছু রাজ্যেই মেইল ইন ব্যালটের পরিমাণ বেশি থাকায় সেগুলো খুলে যাচাই করে গণনা করার জটিল পদ্ধতির কারণে ফল জানাতে দেরি হয়েছে।
ইলেকটোরাল কলেজ জো বাইডেন টপ নিউজ ডেমোক্রেটিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০