Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, পরে বখাটে দিয়ে নিপীড়ন


৮ নভেম্বর ২০২০ ০০:২২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর লালখান বাজারে আশ্রয়প্রার্থী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের বিষয়টি জানাজানির পর এলাকার কিছু বখাটে সন্ত্রাসী ওই মেয়েকে আটকে মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা ১৪ নম্বর গলিতে জনৈক ছগির আহমদের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মুয়য়াজ্জিন ছগিরের বাসার তিনতলায় ভাড়া থাকেন মো. মনির। এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত মনিরকে ধর্ষণের জন্য অভিযুক্ত করেছেন আক্রান্ত ১৯ বছর বয়সী তরুণী। মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

তরুণীর বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, স্বামী পরিত্যক্তা মেয়েটি কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীতে আসেন। তার থাকার কোনো জায়গা ছিল না। লালখান বাজার এলাকায় ঘোরাঘুরির সময় মনিরের সঙ্গে পরিচয় হয়। মেয়েটিকে আশ্রয় দেওয়ার কথা বলে শুক্রবার বাসায় নিয়ে যান মনির। শনিবার সকালে মনিরের স্ত্রী গার্মেন্টেসে চলে যায়। খালি বাসায় মনির মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানির পর শনিবার রাত আট টার দিকে স্থানীয় লোকজন গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক সারাবাংলাকে বলেন, ‘আশ্রয়দাতা মনির ধর্ষণ করেছে বলে মেয়েটি অভিযোগ করেছে। বিষয়টি যখন জানাজানি হয় তখন মনিরের ঘনিষ্ঠ বখাটেরা ওই বাসায় গিয়ে মেয়েটিকে উল্টো বিভিন্নভাবে দোষারোপ করে মানসিক নির্যাতন করে। স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের কবল থেকে মেয়েটিকে উদ্ধার করে। পরে মনির ও বখাটেরা পালিয়ে যায়। আমরা মনিরকে গ্রেফতার করেছি। বখাটেদের গ্রেফতারে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

তরুণী ধর্ষণ নিপীড়ন বখাটে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর