Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বেশি দামে সার বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা


৭ নভেম্বর ২০২০ ২০:১৭

জয়পুরহাট: জেলার আক্কেলপুরে পাঁচ সার ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোপীনাথপুর বাজার ও ভিকনী চারমাথা বাজারে পাঁচ ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম হাবিবুল হাসান ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান জানান, উপজেলার গোপীনাথপুর বাজার ও ভিকনী বাজারের সার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রি করছিলেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সারের দোকানগুলো ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করায় গোপীনাথপুর বাজারের মেসার্স আঁখি ট্রের্ডাস, মেসার্স হোসেন, শাকিব ট্রের্ডাস ও ভিকনী চারমাথা বাজারের মেসার্স সুরমা ট্রের্ডাস, মের্সাস আকাশ ট্রের্ডাসের মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা বেশি দামে সার বিক্রি ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর