শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন দুর্ঘটনায়, ‘মাগনা’ তেল নিতে বাড়ছে ভিড়
৭ নভেম্বর ২০২০ ১৭:১০ | আপডেট: ৭ নভেম্বর ২০২০ ১৭:১২
মৌলভীবাজার: শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ‘মাগনা’ তেল সংগ্রহে দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এলাকাবাসী।
কেউ বালতিতে করে কেউ গ্লাসে-মগে আবার কেউ ডেকচি নিয়ে তেল সংগ্রহ করছেন। রীতিমত উৎসবের আমেজে চলছে তেল সংগ্রহ করছে। শত শত মানুষ তেল সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।
বালতি নিয়ে তেল সংগ্রহ করছেন হামিদা বেগম। তিনি বলেন, ‘কিসের তেল জানি না, তবে মাগনা পেয়েছি তাই আধা বালতি সংগ্রহ করেছি।’
কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, দুর্ঘটনায় সাতটি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ট্রেনে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন-ডিজেল ও কেরোসিন ছিল। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।
দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সারাবাংলাকে জানান, উদ্ধারকারী ট্রেন আসতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আখাউড়া জংশন থেকে এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানাতে পারেননি রেলের এই কর্মকর্তা।