Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুয়াতেমালায় ঝড়-ভূমিধসে ১৫০ প্রাণহানির আশঙ্কা


৭ নভেম্বর ২০২০ ১০:২৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২০ ১৪:৩৩

গুয়াতেমালায় ঝড় ইটার কারণে সৃষ্ট মৌসুমী বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি।

শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামেট্টি বিবিসিকে বলেছনে, আগের ৫০ মৃত্যুর পাশাপাশি সেন্ট্রাল রিজিয়ন আল্টা ভেরাপাজের কুয়েজা এলাকায় আরও ১০০ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ব্যাপক বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস কবলিত ঘরবাড়িতে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করে যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) গুয়াতেমালার প্রতিবেশী রাষ্ট্র নিকারাগুয়ায় আঘাত হানে ঝড় ইটা। ঘণ্টায় ১৪০ মাইল বেগে ঝড়টি পরবর্তীতে হন্ডুরাস এবং গুয়েতেমালার দিকে দিক পরিবর্তন করেছে।

অন্যদিকে, গুয়াতেমালার প্রেসিডেন্ট বলেছেন – উদ্ধারকাজে ব্যবহারের জন্য একটিমাত্র হেলিকপ্টার থাকায় অভিযানে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পাশাপাশি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিসান্দো রোজালেস এক টুইটার বার্তায় জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির মধ্যে ইটা ঝড়ের আঘাতে গুয়াতেমালার পরিস্থিতি সঙ্গীন। উদ্ধার অভিযান তরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের (এনএইচসি) পক্ষ থেকে জানানো হয়েছে ঝড় ইটা এখন দিক পরিবর্তন করে ক্যারিবিয়ান সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তাই কিউবা এবং ফ্লোরিডায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

কিউবা গুয়াতেমালা ঝড় ইটা নিকারাগুয়া ফ্লোরিডা ভূমিধস মৃত্যু হন্ডুরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর