Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গরীব-ছিন্নমূলদের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ


৬ নভেম্বর ২০২০ ১৯:০০

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের দ্বিতীয় দফা ব্যাপক সংক্রমণের আশঙ্কা সামনে রেখে চট্টগ্রাম নগরীতে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব ও ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ। এসময় খেটে খাওয়া গরীব-নিম্নবিত্ত, ছিন্নমূল মানুষের মাঝে দুই হাজার উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর তিনপুলের মাথা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয় চিটাগং কালেক্টরস ক্লাব। এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

বিজ্ঞাপন

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনব্যাপী কর্মসূচিতে নগরীর তিন পুলের মাথা ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় দিনমজুর-শ্রমিক, ডিসি হিল-সিআরবি, জামালখান এলাকায় রিকশা-ভ্যানচালক, বস্তিবাসী ও ছিন্নমূল লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় হ্যান্ডমাইকে করোনাভাইরাস প্রতিরোধ স্বাস্থ্যসুরক্ষা বিধিগুলো প্রচার করা হয়।

কর্মসূচিতে চিটাগং কালেক্টরস ক্লাবের সভাপতি প্রবাল দে, বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাকিল হক ও জেনারেল সেক্রেটারি রাসেল রহমান শিমুলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে একইভাবে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনাভাইরাস কর্মসূচি পালন কালেক্টরস ক্লাব মাস্ক বিতরণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর