Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে বাজিমাত বাইডেনের


৬ নভেম্বর ২০২০ ১৭:৩৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২০ ২৩:৩৯

ঢাকা: জর্জিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ট্রাম্প এ রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের চেয়ে কয়েক লাখ ভোটে এগিয়ে ছিলেন। সব শেষ খবরে দেখা যায় তার চেয়ে জো বাইডেন ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

ফক্স নিউজ জানিয়েছে, জর্জিয়ায় মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সে অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ); অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো।

বিজ্ঞাপন

একটা সময়ে জর্জিয়ায় ট্রাম্প ৩ লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন। প্রধান শহর আটলান্টাসহ কয়েকটি কাউন্টির ভোটে বাইডেন এগিয়ে যান বলে জানা গেছে। এসব শহর ডেমোক্র্যাট-অধ্যুষিত।

জর্জিয়ার ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। ট্রাম্পের হোয়াইট হাউস স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখানে জয়ের কোনো বিকল্প নেই।

ফক্স নিউজসহ প্রভাবশালী কয়েকটি টেলিভিশন চ্যানেলের সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪।

জর্জিয়ার ১৬টি জিতে নিলে বাইডেন অনায়াসে ২৭০ এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

আমেরিকা টপ নিউজ ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন বাইডেন ভোট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর