Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্রাইভেটকারের চাপায় দাদী ও নাতির মৃত্যু


৬ নভেম্বর ২০২০ ১৩:২৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২০ ১৩:৩৭

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় প্রাইভেটকারের চাপায় দাদী ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করলে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দাদী মিনু মল্লিক (৭০) ও তার নাতি অচিন মল্লিককে (৮) নিয়ে হাঁসাড়া স্কুল গেটের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা থেকে মাওয়াগামী খয়েরি রংয়ের একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলে প্রাণ হারায়। মূমুর্ষু অবস্থায় দাদী মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মিনু মল্লিক ও অচিন মল্লিকের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে।

দুর্ঘটনার পরপরই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর