Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ইউপি সদস্যকে ‘দুশ্চরিত্র’ বলা সেই চেয়ারম্যানের কারাদণ্ড


৬ নভেম্বর ২০২০ ১১:০৫

কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুশ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এর আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া আদালতের এ আদেশের সত্যতা নিশ্চিত করেন।

২০১৯ এর ৮ এপ্রিল ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য শাহানারা বেগম চেয়ারম্যান আবদুল সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দিতে আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন।

বিচার বিভাগীয় তদন্তে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও  তার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় অভিযোগ গঠন করে আদালত। মামলায় তিন সাংবাদিক নেতাসহ মোট ৫ জন আদালতে সাক্ষ্য দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। রায় প্রচারের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৩এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন শাহানারা বেগমকে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ‘দুশ্চরিত্র’ নারী বলে সংবাদ সম্মেলন করেন। যা পরবর্তীতে একাধিক জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়। এতে একাধিক নারী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

কুয়াকাটা চেয়ারম্যান নারী ইউপি সদস্য

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর