সব পুড়িয়ে রাত ২টায় নিয়ন্ত্রণে ডেমরার আগুন
৬ নভেম্বর ২০২০ ০৮:১৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২০ ১১:৩১
ঢাকা: রাজধানীর ডেমরা মাতুয়াইল কোনাপাড়ায় পাশা এলইডি লাইটের গুদামে লাগা আগুন শেষ পর্যন্ত ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। পাশা এলইডি লাইট কর্তৃপক্ষ বলছে, আগুনে তাদের দুইশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কোনো কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শুক্রবার (৬ নভেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন সারাবাংলাকে বলেন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটে প্রায় দেড়শ কর্মী কাজ করেছে মাতুয়াইলে। সবার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সার্চিং শুরু হয়। কেউ হতাহত হয়নি। আজ (শুক্রবার) তদন্ত কমিটি হবে। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি।
মিন্টু পাশা নামে স্থানীয় এক ব্যবসায়ী ভবনটি তৈরি করেন। বছর দুয়েক আগে তিনি ভবনটিতে লাইটের গুদাম করেন। পাশা এলইডি লাইটের ম্যানেজার রিপন সারাবাংলাকে বলেন, চীন থেকে এলইডি লাইট আমদানি করে এখানে রাখা হতো। সেখান থেকে নবাবপুর ও পল্টনের শোরুমে নিয়ে বিক্রি করা হতো লাইট। ১০ তলা ভবনটির পুরোটাই লাইটের গুদাম।
রিপন বলেন, সব পুড়ে শেষ হয়েছে, তারপরই আগুন নিভে গেছে। কিছুই বাকি রাখেনি। আমাদের দুইশ কোটি টাকার মালামাল ছিল ওই ভবনে। সব পুড়ে ছাই হলো। শুধু চেয়ে দেখলাম সবাই।
এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগে ওই ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
ভবনের আশপাশে জায়গা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে রাতে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। তিনি বলেন, পুরো ভবনটি করা হয়েছে অপরিকল্পিতভাবে। আশপাশে কোনো জায়গা ছাড়া হয়নি। আগুন নেভানোর জন্য কাজ করার কোনো পরিবেশ নেই।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, ভবনটি ১০ তলা। পুরোটাই দাহ্য পদার্থে ভরপুর। একটি মাত্র সরু রাস্তা। সেই রাস্তার দুই দিকে খাল। ঝুকিপূর্ণভাবে লেডার লাগিয়ে ক্রেন উঠানো হয়েছে। ক্রেন ঘুরিয়ে কাজ করা যাচ্ছে না। ভবনের সাথে লাগানো পুর্ব পাশের জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং করা হয়েছে, পশ্চিম পাশেও পাইলিংয়ের জন্য খুড়ে রাখা হয়েছে। ফলে দুই দিক দিয়েই ক্রেন লাগিয়ে কাজ করা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় তলায় আগুনের সূত্রপাত হলেও রাত ৮টার মধ্যেই আগুন ১০ তলা ভবনটির পুরোটাতেই ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-
ত্রুটিপূর্ণ ভবন, আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস ডিজি
ডেমরায় বাল্বের গোডাউনে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পুরো ১০ তলা ভবনে