Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগমের চেহলাম শুক্রবার


৬ নভেম্বর ২০২০ ০৭:৩৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২০ ০৮:২২

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা মরহুমা কাজী নূরজাহান বেগমের চেহলাম শুক্রবার (৬ নভেম্বর) মাদারীপুর শহরে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাদ জুমা কাজী নূরজাহান বেগমের চেহলাম উপলক্ষে মাদারীপুর শহরের বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে এতিম শিক্ষার্থী, গরিব, দুঃখী ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত ৩ অক্টোবর সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজী নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্মগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমৃত্যু তিনি প্রতিষ্ঠান দুইটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন-

বাহাউদ্দিন নাছিমের মা আর নেই

কাজী নূরজাহান বেগম চেহলাম বাহাউদ্দিন নাছিম বাহাউদ্দিন নাছিমের মা