Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ২


৫ নভেম্বর ২০২০ ২২:২৯

মুন্সীগঞ্জ: জেলা শহরের মানিকপুর এলাকায় নবম শ্রেণির ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন ও সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩ নভেম্বর মানিকপুর এলাকার স্থানীয় এক বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর নবম শ্রেণির ছাত্রী মানিকপুর এলাকায় বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। এসময় এলাকার আব্দুর হান্নান মিয়ার ছেলে মো. সুমন মিয়া ও উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া পথরোধ করে। পরে জোর করে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় মো. সুমন মিয়া মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’ আসামি দুই জনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দলবেঁধে ধর্ষণ ধর্ষণের ভিডিও

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর