Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭২ ঘণ্টার মধ্যে নুর-মামুনদের গ্রেফতারে আল্টিমেটাম


৫ নভেম্বর ২০২০ ১৯:৫৯ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ২০:১০

ঢাকা: সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা নুর-মামুনদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে নতুন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও একই সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ মোট ছয়জনের বিরুদ্ধে জোড়া মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ সেপ্টেম্বর ধর্ষণ ও তাতে সহায়তার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।

মামলায় আসামি করা হয় মোট ছয়জনকে। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় ওই ছয়জনের বিরুদ্ধেই ডিজিটাল সিকিউরিটি আইনে আরও একটি মামলা দায়ের করেন তিনি।

মামলা দায়েরের ১৭ দিন পর আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় ৮ অক্টোবর রাজু ভাস্কর্যে পাদদেশে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান কর্মসূচির পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ওই শিক্ষার্থীকে

মামলা দায়েরের পর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকেই গ্রেফতার করা না হওয়ায় সংবাদ সম্মেলন করেন সেই শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামীকে গ্রেফতার করা হয়নি।’

সম্মেলনে পূর্বের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানান সেই শিক্ষার্থী। তিনি বলেন, ‘আজকে আমি সংবাদ সম্মেলন ডেকেছি দুটি কথ বলতে । রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুনসহ বাকি আসাসিদের গ্রেফতার না করা হলে আমি নতুন কর্মসূচিতে যাব।’

বিজ্ঞাপন

ছাত্র সংসদ টপ নিউজ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ধর্ষণ মামলা নুর মামুন

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর