Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ’


৫ নভেম্বর ২০২০ ১৭:১৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ১৭:১৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বী‌রপ্রতীক) বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসময়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।

বৃহস্প‌তিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নী‌তি‌ নির্ধারণী ফোরাম উপজেলা সমন্বয় ক‌মি‌টির সভায় প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন। মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় গোলাম দস্তগীর গাজী (বী‌রপ্রতীক) আরও বলে‌ন, ‘বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃ‌তিস্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) বি‌ভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফু‌ল দিয়ে শুভেচ্ছা জা‌নানো হয়।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তিত্বে সভায় উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ এনায়েত ক‌বির, উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আখতার, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভোলাবো ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুসহ অনেকে।

পরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আলীম উদ্দীন-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূ‌চি‌তে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বী‌রপ্রতীক)।

বিজ্ঞাপন

উন্নত-সমৃদ্ধ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর