Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক লীগ নেতার হাতের হাতের কবজি কেটে নিল সন্ত্রাসীরা


৫ নভেম্বর ২০২০ ১২:০৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২০ ১৭:১৩

বরিশাল: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদার (৩৫) বাম হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। এসময় তার ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। জুয়েল পূর্ব রজপাড়া গ্রামের ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি।

আহতের ছোট ভাই জাকারিয়া প্যাদা জানান, জুয়েল কলাপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথে পূর্ব রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় তারা কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ডান হাত ও দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়।

খবর পয়ে স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসকরা।

জুয়েলের ছোট ভাই আরও জানান, তার ভাই আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। এছাড়াও স্থানীয় মাদক বিক্রেতাদের বিরোধিতা করতেন জুয়েল। এসব কারণে জুয়েলকে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ পরিবারের।

বিজ্ঞাপন

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসাইন জানান, আহত জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

এদিকে, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বৃহস্পতিবার সকালে এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, জুয়েল প্যাদাকে কুপিয়ে হাত কেটে নেওয়ার ঘটনায় জড়িত বশির চৌকিদার ও সোহেল হাওলাদার নামে দু’জনকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেফতার করা করা হয়েছে।

পুলিশ সুপার প্রেস কনফারেন্সে জানান, তারা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন, জুয়েল প্যাদা এলাকায় জমির দালালি করেন। জমিজমা সংক্রান্ত বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অজপাড়ার নির্জন ও দুর্গম কাঁচা রাস্তার ওপর একাকী পেয়ে ৪/৫ জন দুর্বৃত্ত জুয়েল প্যাদার ওপর হামলা করেন।

এ ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মেহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি দল রাতেই অভিযান শুরু করে। রাত আড়াইটার দিকে বরগুনা জেলার আমতলী থানার প্রত্যন্ত পূজাখোলা গ্রাম থেকে বশির ও সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জনের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

কলাপাড়া কলাপাড়া উপজেলা জুয়েল প্যাদা শ্রমিক লীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর