Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ


৪ নভেম্বর ২০২০ ১৯:২০

ঢাকা: রাজধানীর বাড্ডায় ৭ বছরের এক শিশুকে তার সৎ বাবা ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সৎ বাবা আতোয়ারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, কামরাঙ্গীরচরে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর আবুল কালাম (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে শিশু দুটিকে  স্বাস্থ্য পরীক্ষার জন্য থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম জানান, বাড্ডার শিশুটির মা এবং সৎ বাবা আতোয়ারের সঙ্গে বাড্ডা হাজী হামিদ রোডে থাকে। আতোয়ার অটোরিকশার গ্যারেজ মিস্ত্রির কাজ করেন। মঙ্গলবার দিবাগত রাতে বাসায় আতোয়ার শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। সকালে শিশুটি কাঁদলে আশেপাশের ভাড়াটেরা শিশুটির কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এরপর ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দিলে সকালে ওই বাসা থেকে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আতোয়ারকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) সোনিয়া পারভীন জানান, চার বছরের শিশুটি কামরাঙ্গীরচরে পরিবারের সঙ্গে থাকে। ২ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রতিবেশী ও পূর্বপরিচিত আবুল কালাম (৬০) চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যৌন নির্যাতন করে। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার আজ থানায় এসে মামলা করেন। মামলায় অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। আর শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

যৌন নির্যাতন

বিজ্ঞাপন

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

নির্যাতন ও নারীর লড়াই
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০১

এক তানজিদের কাছেই হারল চিটাগং
২২ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭

শাহীন চাকলাদারের ৪ বছর কারাদণ্ড
২২ জানুয়ারি ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর