Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমেক হাসপাতালে রোগীদের জন্য সর্বোচ্চ সেবা দেখতে চান নওফেল


৪ নভেম্বর ২০২০ ১৮:০৩

চট্টগ্রাম ব্যুরো: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি সাধ্যের সবটুকু দিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে শিক্ষা উপমন্ত্রী চমেক হাসপাতালে যান। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির উপমন্ত্রীকে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে দেখেন। এছাড়া বিশেষায়িত ক্যান্সার ইউনিট ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান, নির্মাণাধীন দ্বিতীয় করোনা ইউনিটের কার্যক্রমও পরিদর্শন করেন নওফেল।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে উপমন্ত্রী চিকিৎসক, নার্স এবং বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবার সাথে জড়িত সকলে স্বল্প সম্পদের বিপরীতে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, এটা আমি জানি। আপনাদের ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে, আপনার আপনাদের সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ সেবাটা অব্যাহত রাখবেন। সেবা নিতে আসা রোগীরা যাতে সর্বোচ্চ সেবাটা পান, সেদিকে লক্ষ্য রাখবেন।’

এসময় উপমন্ত্রী আরও বলেন, ‘গত ১১ বছরে আওয়ামী লীগ সরকার চিকিৎসা খাতে প্রচুর বরাদ্দ দিয়েছে। এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবেই চান, চিকিৎসা ব্যবস্থার আরও উন্নয়ন হোক। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় চট্টগ্রামে বিশেষায়িত ক্যান্সার ইউনিট হচ্ছে। এটা চালু হলে চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগীরা অনেক সুফল পাবেন।’

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেক হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. শাহনারা চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয়, উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউছুফ, ব্যবস্থাপনা কমিটির সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতানও ছিলেন।

গত ২০ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে সভাপতির দায়িত্বে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। নওফেল দায়িত্ব পাবার পর গত ২০ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়, যাতে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন তিনি।

নওফেল হাসাপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর