Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ


৪ নভেম্বর ২০২০ ১৭:৫৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ২১:০০

কুয়াকাটা: মা ইলিশ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। আজ বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞার সেই সময়। এর ফলে রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা।

ইলিশ ধরতে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বিভিন্ন এলাকার জেলেরা। মাছ শিকারে যেতে  নৌকা ও জাল প্রস্তুত করছেন তারা। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে এমন প্রস্তুতি জেলেদের। পটুয়াখালীর মহিপুর ,কুয়াকাটার আশাখালী এলাকায় জেলেদের এমন ব্যস্ততা চোখে পড়ে। নদীর কুল ঘেঁষে বাঁধের ওপর রাখা হয়েছে সারি সারি নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। সেখানেই নৌকা বা ট্রলার মেরামতের কাজ করছেন জেলেরা। বেকার জেলেদের সময় কাটছে নৌকা বা ট্রলার প্রস্তুতি নিয়ে।

বিজ্ঞাপন

জেলে হাকিম আলী মাঝিসহ কয়েকজন জেলে জানান, ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। ফলে ধারদেনা করে দিন গেছে। এখন মাছ ধরার সময় এসেছে। মাছ বিক্রি করেই সংসার চলে।

ইলিশ ধরা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর