Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ৭ মাসে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়ালো


৪ নভেম্বর ২০২০ ১৭:০৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ২৩:০৭

ঢাকা: সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে গত সাত মাসে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) মোট মৃত্যু হয়েছে ছয় হাজার চার জনের। বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এই ২১ জনের মৃত্যুর মধ্যদিয়ে বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়ালো।

এ ছাড়া গত এক দিনে আরও ১ হাজার ৫১৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৯১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭ টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন হয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৪ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ১২ লাখ ১৪ হাজারের ঘরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২২ তম। আর মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ৩১তম স্থানে।

করোনা টপ নিউজ নভেল করোনাভাইরাস বাংলাদেশে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর