Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইট হাউজে ট্রাম্পের পার্টি, আমন্ত্রিত ৪০০


৪ নভেম্বর ২০২০ ১৫:৫১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ফলাফল ঘোষণার রাতে হোয়াইট হাউজের ইস্টরুমে এক পার্টির আয়োজন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই আয়োজনে ৪০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর ডয়চে ভেলে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে অনুষ্ঠেয় ওই পার্টির জন্য কোনো সরকারি আমন্ত্রণপত্র ছিল না। প্রেসিডেন্টের সচিব ফোন করে অতিথিদের এই আমন্ত্রণ জানিয়েছেন।

তারা সবাই একসঙ্গে হোয়াইট হাউজের ইস্ট রুমে বসে নির্বাচনের ফলাফল দেখবেন।

তবে, আমন্ত্রিতরা সকলেই যে এসেছেন এমন নয়। ট্রাম্পের খুব ঘনিষ্ঠ রিপাবলিকান নেতাদের অনেকেই নিজ নিজ অঙ্গরাজ্যে আছেন।

এদিকে, ডয়চে ভেলে জানিয়েছে কয়েকজন রিপাবলিকান নেতার মনে সংশয় ছিল যে, হোয়াইট হাউজে করোনাকালীন সাবধানতা মানা হবে তো? সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে তো? তাই তারা ইস্ট রুমের ওই জমায়েতে যাননি।

অন্যদিকে, ট্রাম্প শুধু বলেছেন, জেতাটা সহজ, হার কখনোই সহজ হয়না। অন্তত তার কাছে তো নয়ই। তার সঙ্গেই তিনি যোগ করেছেন, আজকের রাতটা খুবই ভালো হবে। তবে রাজনীতি ও ভোটে আবার কিছুই বলা যায় না।

এর আগে, এই আয়োজন করার কথা ছিল ওয়াশিংটন ডিসি’র ট্রাম্প হোটেলে। কিন্তু করোনা সংক্রমণ মোকাবিলায় ওয়াশিংটনে আরোপিত নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত হোয়াইট হাউজে আয়োজন স্থানান্তর করা হয়েছে।

ওয়াশিংটন ডিসি ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ রিপাবলিকান হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর