Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-বাইডেন দ্বৈরথ জমে উঠছে


৪ নভেম্বর ২০২০ ১০:৫০ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৩:০৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ভোটের লড়াই জমে উঠছে। খুব কাছাকাছি থেকে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট জো বাইডেন। খবর বিবিসি।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত, ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৩১টির বুথ ফেরত জরিপের ভিত্তিতে বিবিসি জানিয়েছে, ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ৩০৬টির হিসাব পাওয়া গেছে। তাতে জো বাইডেন পেয়েছেন ১৯২ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১১৪ ভোট। প্রেসিডেন্ট পদে জয়ের জন্য দরকার ২৭০ ভোট।

বিজ্ঞাপন

এদিকে, ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামা, আরাকানসাস, ইণ্ডিয়ানা, কানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসৌরি, নেবরাসকা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, উতাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়োমিং অঙ্গরাজ্যে জয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে, জো বাইডেন ক্যালিফোর্নিয়া, কোলোরাডো, কানেকটিকাট, ডেলওয়ার, ইলিনয়স, ভারমন্ট, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরেগন এবং ওয়াশিংটন ডিসিতে জয় পেতে যাচ্ছেন।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর অবস্থা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ১২ দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনার ফলাফল এখনও জানা যায়নি।

ফ্লোরিডায় ৯১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এখানে ট্রাম্প পেয়েছেন ৫১.৩ শতাংশ ভোট। বাইডেন ৪৭.৮ শতাংশ। এখানে ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

জর্জিয়ায় আনুমানিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। ট্রাম্প পেয়েছেন ৫৫.৮ শতাংশ। বাইডেন ৪৩.১ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

আইওয়াতে ট্রাম্প এগিয়ে। তিনি পেয়েছেন ৫৭.৫ শতাংশ ভোট। বাইডেন ৪১.৩ শতাংশ। শতভাগ ভোট হিসাব করলে বাইডেনে এগিয়ে যেতে পারেন। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মেইনেও এগিয়ে ট্রাম্প। ৫১.৪ শতাংশ ভোট তার। বাইডেন ৪৫.৪ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

মিশিগানেও ট্রাম্প এগিয়ে। ৫৫.৭ শতাংশ ভোট তার। বাইডেনের ৪২.৩ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

নর্থ ক্যারোলিনায় বাইডেন-ট্রাম্প সমানে সমান। ৪৯.৪ শতাংশ করে ভোট পেয়েছেন দুজনে। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

ওহাইও-তে ট্রাম্প ৫২.০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ট্রাম্প। বাইডেন ৪৬.৭ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

পেনসিলভানিয়াতে ৫১.১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন ৪৬.০ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

টেক্সাসেও এগিয়ে ট্রাম্প। পেয়েছেন ৫০.৮ শতাংশ ভোট। বাইডেন ৪৭.৯ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

উইসকনসিনে ট্রাম্প এগিয়ে ৫১.৫ শতাংশ ভোটে। বাইডেন ৪৭.০ শতাংশ। ইলেকটোরাল ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।

কোলোরাডোয় আনুমানিক ৭৭ শতাংশ ভোট হিসাব করা হয়েছে। বাইডেন অনেক ব্যবধানে এগিয়ে। ৫৭.১ শতাংশ ভোট তার। ট্রাম্পের ৪০.৬ শতাংশ। ইলেকটোরাল ভোটও (৯টি) গেছে বাইডেনের পক্ষে।

প্রসঙ্গত, এই নির্বাচনে হেরে গেলে ১৯৯২ সালের পর ডোনাল্ড ট্রাম্পই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারবেন না। এর আগে, সিনিয়র বুশ দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে গিয়ে হেরে গিয়েছিলেন।

জো বাইডেন ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ রিপাবলিকান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর