Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ৪ দেশের নৌ মহড়া


৩ নভেম্বর ২০২০ ২১:৪৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ০৪:৫৩

বঙ্গোপসাগরের ভারতীয় অংশের মালাবার উপকূলে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের সম্মিলিত নৌ মহড়া শুরু হয়েছে। খবর ডয়চে ভেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক টুইটার বার্তায় মালাবার ২০২০ নামের ওই নৌ মহড়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এদিকে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতেই এই মহড়ার আয়োজন হয়েছে বলে অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের।

এর কয়েক সপ্তাহ আগে, জাপানে মিলিত হয়েছিল ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিনিধিরা। বর্তমান পরিস্থিতিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের শক্তি কমাতে কী কী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায়, মূলত সে বিষয়েই আলোচনা হয়েছিল তাদের মধ্যে। সে সময় ওই বৈঠকের তীব্র বিরোধিতা করেছিল চীন।

চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার লঙ্ঘন করে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে। কিন্তু মঙ্গলবার শুরু হওয়া মালাবার মহড়া প্রমাণ করলো চীনের ওই অভিযোগকে পাত্তাই দেয়নি এই চার দেশ।

প্রসঙ্গত, ভারত এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই একসঙ্গে নৌ মহড়ায় অংশ নেয়। ১৩ বছর আগে অস্ট্রেলিয়া শেষ এই যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, অস্ট্রেলিয়ার রয়্যাল নেভি এই মহড়া থেকে বিরত থেকেছিল কারণ, চীনের চাপ কাজ করেছিল তাদের উপর। দীর্ঘদিন পর তারা এ বছর এই মহড়ায় যোগ দিল।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভারতীয় সেনা সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে – মূলত দুই ভাগে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে চারটি দেশ মহড়ায় অংশ নেবে। দ্বিতীয় পর্যায়ে আরব সাগরে মহড়া অনুষ্ঠিত হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে।

ভারতীয় সেনা বাহিনীর সাবেক লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এ ব্যাপারে ডয়চে ভেলেকে বলেছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং নেভির ক্ষমতা অপরিসীম। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এক জোট হয়ে সেই ক্ষমতাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবারের মালাবার মহড়া তাই এত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ভারতীয় নৌসেনা, ইউএস নেভি, জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স এবং রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির যুদ্ধ জাহাজ পৌঁছে গিয়েছে বঙ্গোপসাগরে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়্যার, লং রেঞ্জ ফ্রিগেটস, এমএইচ ৬০ হেলিকপ্টার, ইন্টিগ্রাল এসএইচ ৬০ হেলিকপ্টার দেখা যাবে এই মহড়ায়। সাবমেরিন, এয়ার কেরিয়ার জাহাজ সহ বিভিন্ন আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে এসেছে প্রতিটি দেশ।

অপরদিকে, যে ভাবে চার দেশ মিলে মালাবার মহড়া শুরু করেছে, তার বিরোধিতা করেছে চীন। এর ফলে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে চীন।

অস্ট্রেলিয়া জাপান টপ নিউজ নৌ মহড়া ভারত মালাবার ২০২০ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর