Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা টানা চতুর্থ দিনে গড়ালো


৩ নভেম্বর ২০২০ ১৮:০৩

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা টানা চতুর্থ দিনে গড়ালো। মঙ্গলবার (৩ নভেম্বর) দিন শেষে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে। এ নিয়ে গত চারদিনেই ডিএসইতে সূচকের ঊত্থান হলো। একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৬টি প্রতিষ্ঠানের ৩৩ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৮০৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০২ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে ডিএসইতে ৭৯৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অন্যদিকে এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৫টি প্রতিষ্ঠানের ১ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৯৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১২৩টির এবং ৪৫টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৬ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ২৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

ঊর্ধ্বমুখী প্রবণতা চতুর্থ দিন পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর