Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ আ জ ম নাছির হাসপাতালে ভর্তি


৩ নভেম্বর ২০২০ ১৭:০৪

চট্টগ্রাম ব্যুরো: জ্বরসহ শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন কি না জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ।

রায়হান ইউসুফ সারাবাংলাকে বলেন, ‘সাবেক মেয়র মহোদয় কয়েকদিন আগে একটি সাংগঠনিক কর্মসূচিতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিলেন। চারদিন আগে উনার জ্বর আসে। এর সঙ্গে সর্দি-কাশিও আছে। যেহেতু করোনাকাল চলছে, তিনি আক্রান্ত কি না সেটা জানতে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। রাতে রেজাল্ট পাব। অসুস্থার কারণে উনাকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।’

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও আছেন। ২০১৫ সালে তিনি চসিকের মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট মেয়াদ শেষে তিনি বিদায় নেন।

আ জ ম নাসির করোনাভাইরাস হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর