Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড


৩ নভেম্বর ২০২০ ১৬:৩৮

খাগড়াছড়ি: শ্বাসরোধ করে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনির হোসেন জেলার মাটিরাঙা উপজেলার বটতলী তানাক্কাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৯ সালে স্বামী মো. মনির হোসেন (৩৩) খাগড়াছড়ি শহরের ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী রোজিনা আক্তারকে। হত্যার পর লাশ ঘরে রেখে তালা লাগিয়ে পালিয়ে যায় স্বামী মনির হোসেন। ১৯ জুলাই লাশ উদ্ধারের পর খাগড়াছড়ি শহরের শান্তিনগরে ওই গৃহবধূর বাবা আবদুল রাশেদ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক লিটন চাকমা আসামি গ্রেফতারের পাশাপাশি ৩১ অক্টোবর, ২০১৯ তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলায় রাষ্ট্রপক্ষের ৮জন সাক্ষ্য দিয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী মোঃ নুরুল আফসার রনি জানান, আসামি ন্যায় বিচার পায়নি। তারা উচ্চ আদালতে যাবেন।

খাগড়াছড়ি মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর