Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় বিমান পোল্ট্রি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


৩ নভেম্বর ২০২০ ১৫:৩৯

আশুলিয়া: আশুলিয়ায় বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে সেই প্রতিষ্ঠানে কর্মরত চতুর্থ শ্রেণির এক কর্মচারীর স্ত্রীকে নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার শ্রীপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান বিমান পোল্ট্রি কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ওই কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী কর্মচারীরা জানান, স্ত্রীর অসুস্থতার জন্য অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারীর স্ত্রীকে তার গৃহকর্মী হিসেবে কাজ করতে বলেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী। রাজধানীর আজিমপুরে ওই কর্মকর্তার বাসার দু’মাস ধরে কাজ করেন ওই নারী। এই সুযোগে কয়েকবার তাকে ধর্ষণ করেন এই সরকারি কর্মকর্তা। পরে নির্যাতন সইতে না পেরে ১৫ দিন আগে সেখান থেকে পালিয়ে আসেন ওই নারী।

এ ঘটনা ধাপাচাপা দিতে ওই নারীর স্বামীকে চাকরীচ্যুত করাসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন অভিযুক্ত মোহাম্মদ আলী। বিষয়টি নিয়ে অফিসে তোলপাড় সৃষ্টি হলে জনরোষের ভয়ে গত কয়েকদিন ধরে কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করেছেন এই কর্মকর্তা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিমান পোল্ট্রি কমপ্লেক্সের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারী ভুল বোঝাবুঝির কারণে এমন অভিযোগ করেছেন।

আশুলিয়া ধর্ষণের অভিযোগ বিমান পোল্ট্রি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর