Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জেল হত্যার অনেক রহস্য জানা যায়নি, সত্য উদঘাটন করতে হবে’


৩ নভেম্বর ২০২০ ১৪:৫৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১৬:৩০

ঢাকা: ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট, একই চক্রান্তের ধারাবাহিকতা দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে সেদিন আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত করে। তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। এ সত্য উদঘাটন করা উচিত ইতিহাসের সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে সেদিন আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত করে। অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এই বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।’

পরে বনানী করবস্থানে জেল হত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট, ৩রা নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট; একই চক্রান্তের ধারাবাহিকতা। কাজেই আজ আমরা শপথ নেবো সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করতে। এটাই আজ আমাদের শপথ।’

সকালে জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করে বাংলাদেশ আওয়ামী। এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশ নেয়। এরপর একে সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।

বিজ্ঞাপন

সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণ ও বনানী করবস্থানে অংশ নিয়ে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করে দলটি। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র বাঙালি জাতির সাথে সশ্রদ্ধচিত্তে যথাযথ মর্যাদা ও বেদনার সাথে শোকাবহ জেলহত্যা দিবসটিকে স্মরণ ও পালন এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

৩ নভেম্বর ওবায়দুল কাদের টপ নিউজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর