‘জেল হত্যায় পেছনের ষড়যন্ত্রকারীদের মুখোশ করা উন্মোচন হবে’
৩ নভেম্বর ২০২০ ১০:৪৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১২:১৩
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতা হত্যার সাথে শুধু বিপথগামী সেনাসদস্যই নয় এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিলো, যারা সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত জাতীয় চার নেতার হত্যাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। একে একে সবাইকে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।’