Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: কমিটি সভাপতির জামিন


২ নভেম্বর ২০২০ ১৯:৪৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২২:২৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এই মামলার চার্জশিট জমা দেয়ার আগ পর্যন্ত আব্দুল গফুর জামিন পেয়েছেন ব‌লে জানিয়ে‌ছেন জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার রাতে তল্লা এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বৈদ্যুতিক স্পার্ক থেকে তৈরি আগুন ও তিতাসের পাইপের লিকেজ থেকে জমা হওয়া গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ পরিচালনা কমিটির সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর