Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলায় আটকে ছিলো বাঁশি, জরুরি বিভাগের অপারেশনে মৃত্যুর অভিযোগ


২ নভেম্বর ২০২০ ১৬:৩৬

নাটোর: জেলার সদর হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে গলায় আটকানো বাঁশি অপসারণের সময় চিকিৎসকের অবহেলায় আরিফুল ইসলাম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। সোমবার (২ নভেম্বর) সকালে নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা জানায়, সোমবার সকালে বাজানোর সময় আরিফুলের গলায় ঢুকে আটকে যায় বাঁশিটি। দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ওয়ার্ডেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এতে শিশু আরিফের মৃত্যু হয়।

পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসকের ভুল সিদ্ধান্তে এবং অপারেশন থিয়েটারে না নিয়ে ওয়ার্ডেই অপারেশন করার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়েছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মঞ্জুরুল আলম বিষয়টি স্বীকার ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, গলা অনেকক্ষণ ধরে ব্লক হয়ে থাকায় শিশুটি শ্বাসকষ্টে আক্রান্ত ছিলো, কর্তব্যরত চিকিৎসক মানবিক কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনা ঘটেছে। এসময় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

চিকিৎসকের অবহেলা নাটোর সদর হাসপাতাল বাঁশি শিশু মৃত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর