Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাজার বস্তিতে আগুনের ঘটনায় দগ্ধ ১ জনের মৃত্যু


১ নভেম্বর ২০২০ ২১:৪৫

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (২১) নামে এক যুবক চিকিৎসাধীন মারা গেছে। রোববার (১নভেম্বর) বেলা দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। একই ঘটনায় আক্তার হোসন (১৯) নামে আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীরও একই রকম দগ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দাউদপুর বাউতি গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। কল্যাণপুর নতুন বাজার বস্তিতে নান্নু মিয়ার ভাঙ্গারি দোকানে কাজ করতো সে। আর থাকতো ওই বস্তিতেই।

এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কল্যাণপুরে নতুনবাজার বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (১৯) ও আনোয়ার হোসেন (২১) নামে দুজন দগ্ধ হয়। ঘটনার পরপরই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ আক্তারের বাড়ি পাবনা বেড়া উপজেলায়। সেও নান্নু মিয়ার ভাঙ্গারির দোকানে কাজ করে।

একজনের মৃত্যু দগ্ধ নতুন বাজার বস্তিতে আগুন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর