Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক ছাড়া দোকান-মার্কেটে প্রবেশ নিষিদ্ধ


১ নভেম্বর ২০২০ ২০:০৫

ঢাকা: করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেশের সমস্ত দোকান ও বিপণী বিতানগুলোতে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বহির্বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। সেজন্য আমাদেরও সেকেন্ড ওয়েবের জন্য সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন মাস্ক ছাড়া সেবা না দেওয়ার। তাই আমরা মার্কেটে মাস্ক ছাড়া আর কাউকে ঢুকতে দেবো না। দোকানের কর্মচারী ও মালিকদেরকেও বাধ্যমূলকভাবে মাস্ক পড়তে হবে। কারণ মাস্ক পরিধানের ব্যাপারে অনেকেই উদাসীন। সবাই যাতে মাস্ক পড়ে সে লক্ষ্যে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।’

ওই সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন জানান, ‘১ নভেম্বর থেকে দোকানপাট, মার্কেট ও বিভিন্ন দোকানসমূহে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করছি। মাস্কবিহীন ক্রেতা, বিক্রেতা, কর্মচারী কেউ মার্কেটে-দোকানে প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে আমরা তাকে সেবা প্রদান করব না।’

তিনি বলেন, ‘আসন্ন শীত মৌসুমে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সবাইকে মাস্ক পরিধানে উৎসাহিত করতেই দোকান মালিক সমিতি এই নিষিদ্ধের ডাক দিয়েছে।’

দোকান-মার্কেট প্রবেশ নিষিদ্ধ মাস্ক ছাড়া