ভাঙারির দোকান থেকেই আগুনের শুরু, দাবি পোড়া বস্তিবাসীর
১ নভেম্বর ২০২০ ১৯:০৫ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৯:১০
ঢাকা: শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টা। কল্যাণপুর নতুনবাজারের মাছের দোকানদার ইসহাক মিয়া ঘরে ফিরেছেন। ঘরে ঢুকে হাতমুখ ধুয়ে খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই পাশের টিনসেডে নান্নুর ভাঙারির দোকানে বিকট শব্দ। এরপর ধোয়ার সাথে উড়তে থাকতে আগুনের ফুলকি। সাথে ছোট ছোট বিস্ফোরণের শব্দও। আগুন আগুন আওয়াজ শুনে বস্তির সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। পোড়খাওয়া ইসহাক মিয়ার মতো আতঙ্কে ঘর থেকে বেড়িয়ে পড়েন পোড়া বস্তির নারী, শিশুসহ সকলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কল্যাণপুরের নতুন বাজারে ওই বস্তিটি গড়ে ওঠে প্রায় ৪০ বছর আগে, ধীরে ধীরে তা বেড়ে হয়। পুড়ে যাওয়ার আগে সেখানে অন্তত চার হাজার ঘর ছিল। যার বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়। এই বস্তিটি ১৯৯০ সালের দিকে আগুনে পুড়ে গেলে ওই সময় অন্তত ৯ জন মানুষ প্রাণ হারান। ওই সময় থেকেই বস্তিটির নাম হয় ‘পোড়াবস্তি’।
স্থানীয় কাউন্সিলর দেওয়ান মোহাম্মদ আব্দুল মান্নান সারাবাংলাকে বলেন, ‘পোড়াবস্তির জায়গাটি মূলত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিল্ডিং রিসার্স ইনস্টিটউটের। এবার নিয়ে মোট তিন বার আগুন লেগে পুড়ে গেলো বস্তিটি। এর আগে ২০১৭ সালের দিকে দ্বিতীয় দফায় আগুন লাগে। সেবারও দুইজন নিহত হয়। তবে এবার কেউ হতাহত হননি।’
আগুন লাগার কারণ জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘প্রত্যক্ষদর্শী বস্তিবাসীর কাছ থেকে জানতে পেরেছি, নাজমুল হক নান্নুর ভাঙারির দোকানে রাত ১০টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। ভাঙারির দোকানটিতে প্রেসার মেশিন দিয়ে বিভিন্ন কৌটা জাতীয় পণ্য চাপ দিয়ে ছোট করে ৪০ কেজির একেকটি বান্ডিল বানানো হতো। সেখানে বিভিন্ন দাহ্য জাতীয় পদার্থও ছিল। পাশের ওয়েল্ডিং মেশিনের দোকান থেকে ফোর/ফোরটি লাইন ব্যবহার করা হতো। সেখানে বিস্ফোরণ ঘটলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় এবং বস্তি পুড়ে ছাই হয়।’
আব্দুল মান্নান বলেন, ‘বস্তির ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি চাল ও দুই হাজার করে টাকা বরাদ্দ বিতরণ করা হয়েছে।’
ফায়ার সার্ভিসের মতে, গত শুক্রবার (৩০ অক্টোবর)রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগে পোড়াবস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে মোট ১৩টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরপোড়া মানুষজন রাতেই পরিবার নিয়ে ঠাঁই নেয় খোলা আকাশের নিচে।
বস্তিবাসী বলছেন, বার বার আগুন লাগার কারণে বস্তিটি সবার কাছে পোড়াবস্তি নামে পরিচিতি পেয়েছে। কখনো নিজেদের অসাবধানতায় আবার কখনো দুর্বৃত্তদের আগুনে বারবার উচ্ছেদের চেষ্টা চললেও বস্তিবাসীর পুনর্বাসন করা হয়নি। তাৎক্ষণিক ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনের দাবিও ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর।
রোববার (১ নভেম্বর) কল্যাণপুর পোড়াবস্তি সরেজমিনে দেখা যায়, ছোট ছোট ঘর পুড়ে মাটিতে কয়লার আকার ধারণ করেছে। পুড়েছে হাঁস-মুরগি, পুড়েছে খাঁচাবন্দি কোয়েল পাখির বাচ্চাও। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী নিজ নিজ পুড়ে যাওয়া ঘরে মেরামতের চেষ্টার পাশাপাশি অবশিষ্টাংশ উদ্ধার করতে দেখা যায় অনেককে।
নান্নুর ভাঙারির দোকানের পাশের ঘরেই থাকতেন আলিম উদ্দিন। আলিমের নিজেরও একটি বইখাতা ও বিভিন্ন বোর্ডের দোকান ছিল। আলিম বলেন, ‘রাতে বস্তির সামনেই দাঁড়ানো ছিলাম, হঠাৎ বিকট শব্দ। এরপর আগুন আর আগুন। ৩০ গজ দূরে থেকেও নিজের ঘরে আর ফিরতে পারিনি। লাখ টাকার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ভাঙারি দোকান থেকেই আগুন লাগে। প্রথমে বিকট শব্দ। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে।’
বস্তির আরেক পাইকারি ভাঙারি দোকানদার মো. লিটন বলেন, ‘বস্তির নতুনবাজার লাগোয়া নাজমুল হক নান্নুর ভাঙারি দোকানে প্রেসার মেশিনে বিভিন্ন লোহা, টিন আর প্লাস্টিক চাপ দিয়ে ছোট করা, রিফাইনের কাজ চলছিল। রাতে হঠাৎ মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে গ্যাসের সিলিন্ডারও বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে মালিক নান্নুর স্ত্রী আহত হয়। দগ্ধ হয় তার দুই কর্মচারী।’
নান্নুর দোকান থেকেই আগুন লাগার কারণ বস্তিবাসী জানালেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও কোনো কারণ জানানো হয়নি। এমনকি গত দুই দিনেও একটি তদন্ত কমিটি গঠন করতে পারেনি। জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ঢাকা মেট্টো) দেবাষীশ বর্ধন সারাবাংলাকে বলেন, ‘কল্যাণপুর পোড়া বস্তিতে আগুন লাগার ঘটনায় কারণ জানতে এখনো কোনো তদন্ত কমিটি হয়নি। তবে আজ কমিটি গঠন হতে পারে।’
জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (অপরেশন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘বস্তির আগুনের কারণ সাধারণত শর্ট সার্কিট, সিলিন্ডার গ্যাস কিংবা লিকেজ থেকে হয়ে থাকে। এখানে আগুনের কারণ কি তা জানতে আজ একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে। তদন্তেই জানা যাবে আগুন লাগার সঠিক কারণ।’