Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে চেষ্টায় ঘাটতি নেই: সিএমপি কমিশনার


১ নভেম্বর ২০২০ ১৭:৩৫ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ২১:২৮

চট্টগ্রাম ব্যুরো: নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধারে পুলিশের চেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এদিকে আজ (রোববার) রাতের মধ্যে উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে সিএমপি কমিশনারকে জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

নিখোঁজ গোলাম সারোয়ারকে উদ্ধারের দাবিতে রোববার (১ নভেম্বর) নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সিইউজে। কর্মসূচি শেষ হওয়ার পর আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করতে কার্যালয় থেকে বের হয়ে আসেন সিএমপি কমিশনার।

বিজ্ঞাপন

এসময় সিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিক গোলাম সারওয়ারকে উদ্ধারে আমরা দিনরাত কাজ করছি। সবার সহযোগিতা নিচ্ছি। থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি আমরা যেসব সংস্থা থেকে গোয়েন্দা তথ্যের সহযোগিতা নিই, তাদের কাছ থেকেও তথ্য নিচ্ছি। সব ধরনের কৌশল আমরা প্রয়োগ করছি। আমরা আশাবাদী দ্রুতই একটা সমাধান হবে। একটা বিষয় আপনাদের জানাতে চাই, আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের অফিসাররা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘গত ২৯ অক্টোবর সন্ধ্যায় আমি জানতে পারি, সাংবাদিক গোলাম সারোয়ার নিখোঁজ। এরপর থেকেই আমরা তাকে উদ্ধারে কাজ করছি। একেবারে সর্বোচ্চ লেভেল থেকে কাজ হচ্ছে। যত ধরনের সামর্থ্য আছে, সবই প্রয়োগ করা হচ্ছে। উনার অবস্থান আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি, তবে চেষ্টা করছি। উনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। কেউই সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন না। আমাদের একাধিক টিম কাজ করছে। সব সংস্থার সঙ্গে সমন্বয় করছি। আশা করছি, আমরা তাকে আমরা দ্রুতই উদ্ধার করতে পারব।’

বিজ্ঞাপন

সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী সিএমপি কমিশনারের উদ্দেশে বলেন, ‘আমাদের একজন সহকর্মী আজ চারদিন ধরে নিখোঁজ। কিন্তু আপনারা কিছুই করতে পারলেন না। এতে আমরা সাংবাদিক সমাজ মর্মাহত। আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমরা আপনার কাছ থেকে একটি সুনির্দিষ্ট জবাব চাই। আপনারা আন্তরিক বলছেন। আমরাও বলছি আপনারা আন্তরিক। কিন্তু আমরা সুনির্দিষ্টাভাবে জানতে চাই, আমাদের সাংবাদিক ভাই কখন উদ্ধার হবেন ? আজ রাতের মধ্যে যদি উদ্ধার না হয়, আগামীকাল (সোমবার) আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবরে আপনার মাধ্যমে স্মারকলিপি দেব।’

এর আগে অবস্থান কর্মসূচিতে মোহাম্মদ আলী বলেন, ‘নিখোঁজ সাংবাদিককে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করা হবে না, ততক্ষণ রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ।’

সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘আমরা উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব গোলাম সারোয়ারকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তাহলে আমরা স্বস্তি পাব।’

সিইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, সাংবাদিক জোবায়ের সিদ্দিকী।

নিখোঁজ গোলাম সারোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। রাতে পত্রিকার ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজে’র সদস্য। প্রভাবশালী মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে আলোচনা আছে চট্টগ্রামের সংবাদকর্মীদের মধ্যে।

ঘাটতি নেই নিখোঁজ সাংবাদিক সিএমপি কমিশনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর