Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় ‘বন্ধু’র হাতে বন্ধু হত্যা


১ নভেম্বর ২০২০ ১৬:৫৪ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৬:৫৮

মাগুরা: মাগুরায় এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১ নভেম্বর) সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সাচআনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মোল্যা (৩০) ওই গ্রামের দাউদ মোল্যার ছেলে।

নিহতের বাবা দাউদ মোল্যা জানান, একই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে কাজল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে এসে তাকে অতর্কিতে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বাড়ির অন্যান্য লোকজন এসে মাসুদ মোল্যাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তার ছেলে মাসুদ মোল্যা ও অভিযুুক্ত কাজল একে অপরের বন্ধু ছিল। কী কারণে হঠাৎ করে বাড়িতে এসে কাজল তার ছেলেকে হত্যা করলো তা তিনি জানেন না।

হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, অভিযুক্ত কাজল মাদকাসক্ত। সে নিয়মিত মাদক সেবন, এলাকায় গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান এ জনপ্রতিনিধি।

মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পারভেজ বলেন, মরদেহ মাগুরা হাসপাতালের মর্গে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মাগুরা

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর