Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোরীসহ ২ জনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই


১ নভেম্বর ২০২০ ১৬:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কিশোরীসহ দু’জন পৃথকভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে।

উপজেলার চরখিজির পুর ও শাকপুরা এলাকা থেকে শনিবার (৩১ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। গ্রেফতার দু’জন হলো- বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার হাজী ফজল করিম (৬৫) ও বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়ার শিমুল দে (৩২)।

বিজ্ঞাপন

ওসি আব্দুল করিম সারাবাংলাকে জানান, চরখিজিরপুরের ফজল করিমের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন একই গ্রামের ৩৮ বছর বয়সী এক গৃহবধূ। শুক্রবার কাজের ফাঁকে তাকে ঈদে মিলাদুন্নবীর তবরুক দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে ফজল করিম তাকে ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ। শুক্রবার রাতে ওই নারী এবং তার স্বামী থানায় গিয়ে এ সংক্রান্ত অভিযোগ করেন। শনিবার ফজল করিমকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শাকপুরার বড়ুয়ার টেক এলাকায় শিমুল দে বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা সুধীর মাস্টারের ঘরের ভাড়াটিয়া বাসিন্দা।

ওসি জানান, শনিবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে উপজেলার শাকপুরা ইউনিয়নের ফিগো গার্মেন্টসের পেছনের নির্জনস্থানে ১২ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। এরপর শিমুলকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম।

ধর্ষণের শিকার পুলিশ বোয়ালখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর