কানাডায় তরবারি দিয়ে কুপিয়ে দুই জনকে হত্যা
১ নভেম্বর ২০২০ ১৫:৪১ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৭:৪৬
কানাডায় তরবারি দিয়ে কুপিয়ে দুই জনকে খুন করেছে এক ব্যক্তি। এ ঘটনায় আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরনে মধ্যযুগীয় কায়দার পোশাক ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কানাডায় স্থানীয় সময় শনিবার মধ্যরাতে কুইবেক শহরের পার্লামেন্ট হিল এলাকা থেকে হামলার খবর আসে। আহত পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। শহরের ওল্ড পোর্ট এলাকা থেকে ২০ বছর বয়েসি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকেও তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে কানাডা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।