Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষক কাছুম আলী হত্যা মামলার রায়: ২ জনের যাবজ্জীবন


১ নভেম্বর ২০২০ ১৬:২৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী (৭০) হত্যা মামলায় ২ নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং সাাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রেখা আক্তার (৩৫) ও হামিদা বেগম (৫৫)। আসামিদের বাড়ি হোসেনপুর উপজেলার মধ্যগোবিন্দপুর গ্রামে।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে নিহতের মেয়ে কমলা বেগমের তর্ক হয়। এক পর্যায়ে বৃদ্ধ কাছুম আলী (৭০) মেয়ের চিৎকারে এগিয়ে এলে আসামিরা তাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে কমলা বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২৫ মার্চ হোসেনপুর থানায় শিশুসহ ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই নূর হোসেন মামলার ২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এ রায় দেন।

বাদীপক্ষে ছিলেন এড. জীবন কুমার রায় এপিপি , আসামিপক্ষের আইনজীবী ছিলেন এড. নূর মোহাম্মদ।

উল্লেখ্য, অপর আসামি বৃষ্টি আক্তারের (১৪ ) বয়স কম থাকায় তার মামলাটি নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর