Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদ (সা.) ইস্যুতে ফ্রান্সবিরোধী ক্ষোভের সঙ্গে একাত্ম বিএনপি


১ নভেম্বর ২০২০ ১৩:২২ | আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৫:৪১

ঢাকা: মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনী ইস্যুতে সারাবিশ্বে ফ্রান্সের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।

রোববার (০১ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল ওই সভায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় অন্যদের মধ্যে অংশ নেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বচন্দ্র রায়, ড. মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটির ওই বৈঠকের বক্তব্য তুলে ধরার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পবিত্র ধর্ম ইসলাম এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ এবং তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের সমর্থনকে কেন্দ্র করে সারাবিশ্বে ২০০ কোটিও বেশি মুসলমানসহ সকল ধর্ম ও মতের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে চলেছে, তার সঙ্গে বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।’

তিনি বলেন, ‘সকল ধর্মের মানুষের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি মনে করে যে, মত প্রকা্শরে স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল (সা.) এর কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি মনে করে যে, মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ ও তা সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উস্কিয়ে দেওয়ার মতো অপরাধ তেমনি প্রতিবাদের ভাষা হিসেবে মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে যিনি মানবতার ধর্ম ইসলাম প্রচার করেছেন সেই মহানবী (সা.) এর দীক্ষাই হোক আমাদের নির্দেশক।’

তিনি বলেন, ‘পবিত্র ইসলাম ও মহানবী (সা.) এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমনীয় হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতদা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মত মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্যোগী হতে হবে। কারণ ঘূণা ও সন্ত্রাস- কোনোটাই বিশ্ববাসীর কাম্য নয়।’

মহানবী (সা.) কার্টুন প্রকাশ নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ সরকার কোনটাতে প্রতিবাদ জানায় আর কোনটাতে জানায় না—এটা বলা দুরুহ। কারণ, বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে প্রশ্নের সম্মুখীন হয়, সীমান্তে গুলি করে মারা হয় আমাদের নাগরিকদেরকে সে বিষয়ে কিন্তু আমাদের সরকার কোনো প্রতিবাদ জানান না বা প্রতিবাদ করেন না। আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা তাদের যে সমস্ত চিন্তা-ভাবনা সেগুলোকে লক্ষ্য করে বা সেগুলোকে কেন্দ্র করে সরকার কখনো সেই ধরনের স্ট্যান্ড নেয়নি। আমার মনে হয়, সেই কারণে হয়ত তারা (সরকার) এখন পর্যন্ত কোনো রি-অ্যাকশন দেয়নি। সেটাতে তাদের যে চরিত্র তা পরিষ্কার হয়ে উঠেছে।’

‘ইসির প্রস্তাবিত আইন গণতন্ত্রের জন্য হুমকি’মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে আইন সংশোধন করতে যাচ্ছে বা প্রস্তাব করেছে এই আইনগুলো করলে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। যেটা আমরা বলি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সেটা বেশ কঠিন হয়ে পড়বে।’

‘আমরা এই বিষয়ে সোমবার বিকাল ৪টায় আমাদের সুপারিশগুলো আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করবো। নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইন-২০২০ বিষয়ে ইতিপূর্বে নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে যা গতকাল স্থায়ী কমিটির বৈঠকে গৃহিত হয়। আজকে বিকেল তিনটায় বিএনপির একটি প্রতিনিধি দল এই সংক্রান্ত সুপারিশ ও চিঠি নির্বাচন কমিশনে দিয়ে আসবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টপ নিউজ ফ্রান্স বিএনপি ব্যঙ্গচিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর