Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে যুবকের রহস্যজনক মৃত্যু


১ নভেম্বর ২০২০ ১৩:১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মোহাম্মদপুর থানা পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, শনিবার রাত ৩টার দিকে সংবাদ পাই মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম রোডের দুই ভবনের মাঝখানে এক যুবক আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই যুবকের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল শুধু জিন্স প্যান্ট। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনা সম্পর্কে জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

অজ্ঞাত যুবক মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর