Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা পদক পাওয়ায় পাটমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা


১ নভেম্বর ২০২০ ১২:০৮

নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃ‌তি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজীকে (বীরপ্রতীক) ফু‌লের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে বি‌ভিন্ন সংগঠন।

র‌বিবার (১ ন‌ভেম্বর) সকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভবনে রূপগঞ্জ উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তি, তারা‌বো পৌরসভা, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলীগ, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তা‌কে ফু‌ল দিয়ে শু‌ভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এ সময়‌ উপ‌স্থিত ছি‌লেন তারা‌বো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারা‌বো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, কায়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, ভুলতা স্কুল অ্যান্ড ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমান, গন্ধর্বপুর বহুমু‌খি উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, কায়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি ওমর ফারু ভুঁইয়া, সাধারণ সম্পাদক না‌দিম হো‌সেন অপুসহ অ‌নে‌কে।

উ‌ল্লেখ্য, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০২০ গ্রহণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী ফুলেল শুভেচ্ছা বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ স্বাধীনতা পদকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর