Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


১ নভেম্বর ২০২০ ১১:১৫

পটুয়াখালী: কুয়াকাটা সৈকতে অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালমিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মাসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় সৈকতের জিরো পয়েন্টে নিহতের বাবার দোকানের বিদ্যুতের লাইন ছিঁড়ে পানিতে পড়লে লালমিয়া, তার মা  চানবানু এবং লালমিয়ার ফুফাত ভাই আলী আকবর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লালমিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের মা এবং ভাইকে আশঙ্কাজনক অবস্থা বরিশালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করা হবে।

বিজ্ঞাপন

কুয়াকাটা বিদ্যুৎস্পুষ্ট