Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ, কর্মচারী ফারুকের মৃত্যু


৩১ অক্টোবর ২০২০ ১৭:২৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুক (৩৭) মারা গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনায় ফারুকসহ ৭ জন দগ্ধ হয়েছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এইচডিইউতে ফারুক মারা যান। ইনস্টিটউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফারুকের ৫৬ শতাংশ বার্ন ছিল।

বিজ্ঞাপন

ভাঙারির দোকানে আগুনের ঘটনায় আরও তিনজন ভর্তি আছেন। তারা হলেন দোকান মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারীর সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

পরে আশেপাশের লোকজন দগ্ধ ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, ওই ভাঙারি দোকানের মালিক হচ্ছেন আব্দুল আলিম।

বাকি দুইজন কর্মচারী ও একজন দোকানের মালামাল দিতে আসে। দোকানটির মেশিন দিয়ে মালামাল ভাঙার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানের ভিতরে থাকা মালিকসহ চারজন দগ্ধ হয়। পরে পাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

ইউনিট ঢাকা মেডিকেল বার্ন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর