Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল পুতুলনাচের পুতুল: ওবায়দুল কাদের


৩১ অক্টোবর ২০২০ ১৬:৩২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৯:১৯

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুতুল নাচের পুতুল বলে দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তিনি (ফখরুল) তো নিজের কথা বলেন না, শুধু রিলে করেন। নির্বাচিত হয়েও যাকে সংসদে যেতে দেয়নি তার দল, অথচ অন্য সদস্যরা গেছে। তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল।’

শনিবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার উদ্যাোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, আমি নাকি শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলি আর শেখ হাসিনা তোষণের রাজনীতি করি। আপনারা তো সরকারের বিরুদ্ধে প্রতিটি চিরাচরিত মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদাগার করা আপনাদের এখন রোজনামচার অংশ। ফেসবুকে স্ট্যাটাস আর গণমাধ্যম ছাড়া রাজপথে আপনাদের রাজনীতি তো এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না।’

শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়াভবন তত্ত্বের’ কুশীলবদের গাত্রদাহ হবেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন, আমি বিএনপির বিরুদ্ধে আর শেখ হাসিনার তোষণ করে কথা বলি। আসলে শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির কথা বললে তাদের গাত্রদাহ হয়। আমরা বিএনপির বিরুদ্ধে নই। দল হিসাবে বিএনপি আমাদের শত্রু নয়, আমাদের প্রতিপক্ষ। বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির আমরা বিরোধিতা করি।’

‘আমাদের কি অর্জন আর আপনাদের কি অর্জন আছে, জনগণ জানে। হাওয়া ভবনের নামে খাওয়া ভবনই তো সব শেষ করেছে। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। সত্য উদ্ভাসিত হবেই। আর সেজন্য বিশ্বসামজ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশায় পঞ্চমুখ তখন বিএনপির সহ্য হয় না। মনের যন্ত্রণা বেড়ে যায়। দেশের জনগণ এখন শেখ হাসিনার অর্জনের কথা যেমন শুনতে ও বলতে চায়। তেমনি আপনাদের অপরাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’, বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি তো সেদিন দেউলিয়া হয়েছে, যেদিন তাদের গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী-অপরাধবিরোধী ৭ ধারা বাতিল হয়েছে। চিহ্নিত দুর্নীতিবাজদের দলের দায়িত্ব দিয়ে সেদিনই বিএনপি দলের অপমৃত্যু ঘটিয়েছে। আসুন, গণতন্ত্রের ভাষায় কথা বলি। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার শেখ হাসিনার যে প্রয়াস তাতে সহযোগী হোন। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে- এমন অহংকার আমাদের মাঝে নেই। এসময় সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলেও জানান এই নেতা।

ওবায়দুল কাদের পুতুলনাচের পুতুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর