হাসপাতালে ভর্তি কোভিড-১৯ আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
৩১ অক্টোবর ২০২০ ১৫:৫৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৭:০৩
ঢাকা: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
তিনি সারাবাংলাকে বলেন, ৩০ অক্টোবর নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়। তার হালকা জ্বর, সর্দি ও কাঁশি আছে। শারীরিকভাবে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে ফলোআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি করানো হয়েছে। আমরা আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।