Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি কোভিড-১৯ আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু


৩১ অক্টোবর ২০২০ ১৫:৫৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৭:০৩

ঢাকা: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

তিনি সারাবাংলাকে বলেন, ৩০ অক্টোবর নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হয়। তার হালকা জ্বর, সর্দি ও কাঁশি আছে। শারীরিকভাবে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে ফলোআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি করানো হয়েছে। আমরা আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

করোনা টপ নিউজ নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর