নতুন বাজার বস্তিতে আগুন: দগ্ধ দু’জন বার্ন ইনস্টিটিউটে
৩১ অক্টোবর ২০২০ ০৮:১০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৪:৫১
ঢাকা: রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় দু’জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুরের ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে মোট ১৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন পুরোপুরি নেভে রাত ২টার পর।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে শনিবার (৩১ অক্টোবর) সকালে কথা বলে জানা গেছে, আগুন নেভাতে কাজ করার সময় তাদের দু’জন কর্মী সামান্য আহত হয়েছেন। আর বস্তির দু’জন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, আহত দু’জন হলেন আনোয়ার (২১) ও আক্তার (১৯)। তাদের দু’জনের শরীরেরই প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশন এলাকায় প্রায় দুই হাজার মানুষের বসবাস। ওই এলাকায় ঘর রয়েছে প্রায় চারশ। শুক্রবার রাতের আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে এ সম্পর্কে পুলিশ বা ফায়ার সার্ভিস কিছু বলতে পারছে না। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানিয়েছেন, এ আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে।