Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারি বাগানে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার


৩০ অক্টোবর ২০২০ ২২:৫৬

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ৪টার দিকে পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন বাগানে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন শাহালম হাওদার।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘নবজাতক শিশুটিকে ভর্তি নিয়ে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নবজাতক নবজাতক উদ্ধার সুপারি বাগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর